Last Updated: March 2, 2013 16:45

মাঝারি মাপের ভূকম্পন অনুভূত হল উত্তর-পূর্ব ভারতে। মেঘালয়, অসম সহ বেশ কয়েকটি রাজ্য শনিবার সকালে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.২। ভারত-বাংলাদেশ সীমান্তে করিমগঞ্জের কাছে ভূমিকম্পের কেন্দ্র ছিল বলে জানা গিয়েছে।
স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। মাঝারি তীব্রতার কম্পন অনুভূত হয় সকাল ৭টা নাগাদ। ভূমিকম্পটি মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হয় বলে জানিয়েছেন অধিকারিকরা। উত্তর-পূর্ব রাজ্যের প্রায় সবকটি বড় শহরে কম্পন টের পান মানুষ। ইটানগর, গুয়াহাটি, আগরতলা সহ কহিমা ও ইম্ফলেও ভূমিকম্প অনুভূত হয় বলে খবর। তবে ভূমিকম্পে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
First Published: Saturday, March 2, 2013, 16:45