প্রত্যর্পণ চুক্তি সই করতে চলেছে ভারত ও বাংলাদেশ

প্রত্যর্পণ চুক্তি সই করতে চলেছে ভারত ও বাংলাদেশ

প্রত্যর্পণ চুক্তি সই করতে চলেছে ভারত ও বাংলাদেশআনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ চুক্তি সই করতে চলেছে ভারত ও বাংলাদেশ। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের গোড়ার মধ্যেই সাক্ষরিত হবে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি। এই চুক্তি সাক্ষর হলে সবার প্রথম ভারতে প্রত্যর্পণ করা হবে আলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে। অনুপ চেটিয়া যদিও বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
কিন্তু একাধিক খুন, অপহরণের মতো অপরাধের অভিযোগ থাকায় দীর্ঘদিন ধরেই অনুপ চেটিয়াকে এদেশে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে দিল্লি। কোনওরকম ভারত বিরোধী কার্যকলাপকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও বাংলাদেশ জানিয়েছে। স্বরাষ্ট্রসচিব আর কে সিং এবং বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব মনজুর হোসেনের বৈঠকের পরে যৌথ সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয়।

First Published: Monday, November 21, 2011, 12:19


comments powered by Disqus