Last Updated: December 19, 2011 22:16

অমিতাভ বচ্চন বাংলার জামাই। তাও যখন রবীন্দ্রনাথের ‘একলা চলো রে’ গানটি নিজের গলায় রেকর্ড করলেন বিগ বি, বাড়িতে এর কি প্রতিক্রিয়া হবে তাই নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন।
সুজয় ঘোষের ‘কাহানি’ সিনেমাটির জন্য গানটি গেয়েছেন অমিতাভ। প্রথমে গানটি গাইতে যথেষ্ট দ্বিধাগ্রস্ত ছিলেন। তারপর সুজয়ের জোরাজুরিতে গাইলেও স্বীকার করেছেন যে রবীন্দ্রনাথের গান গাওয়া খুবই কঠিন। আর সেই সাথে বলেছেন যে তাঁর নিজের গান গাওয়ার ধরণে তিনি খুশি নন।
অমিতাভ টুইট করেছেন ‘যতক্ষণ না নিখুঁত হয়, আমি বারবার রি-রেকর্ডিং করে যেতে চাই। নাহলে যেসব বাঙালিরা আমায় জামাই বাবু বলে মনে করেন, তাঁরাই আমার মুন্ডু চাইবেন’।
অমিতাভ আরো বলেছেন ‘রবীন্দ্রসঙ্গীতের কাঠামো চিরাচরিত হিন্দী গানের মতন নয়। এর একটা অসামান্য গতি আছে, আর শব্দ এবং সুর একে অপরের সাথে এমনভাবে মিশে গেছে যে ভাষায় প্রকাশ করা অসম্ভব’।
First Published: Monday, December 19, 2011, 22:16