Last Updated: July 6, 2012 17:17

কিছুদিন আগে বেতন নিয়ে অসন্তুষ্ট পুলিসকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বলিভিয়ার রাজধানী লা পাজ। এবার বিতর্কিত অ্যামাজোনিয়্যান হাইওয়ে নির্মাণের বিরোধিতায় ফের সরব ইভো মরালেসের বাসিন্দারা।
প্রস্তাবিত হাইওয়েটি ইসিবোরো অঞ্চল এবং একটি জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যাওয়ার কথা। তবে সেখানকার বাসিন্দাদের অভিযোগ, তেমনটা হলে জাতীয় উদ্যান সহ ওই সমস্ত অঞ্চলের পরিবেশ দূষিত হবে। প্রতিবাদে তাঁরা পূর্ব বলিভিয়ার অ্যামেজোনিয়্যান লো-ল্যান্ড থেকে পায়ে হেঁটে প্রায় ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছোন লা পাজে। এরপর রাজধানীর কেন্দ্রস্থলে অস্থায়ী তাঁবু তৈরি করতে গেলে, রায়ট পুলিসের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। অভিযোগ, পুলিস তাঁদের উপর প্রথমে লাঠি চালায় ও পরে কাঁদানে গ্যাস ছোঁড়ে। জবাবে বিক্ষোভকারীরাও পুলিসকে লক্ষ্য করে পাল্টা পাথর ছোঁড়ে। এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নেয় লা পাজ।
First Published: Friday, July 6, 2012, 17:17