লন্ডন অলিম্পিকে চোখ রাখছেন বোল্ট, Bolt eyes on London Olympic

লন্ডন অলিম্পিকে চোখ রাখছেন বোল্ট

লন্ডন অলিম্পিকে চোখ রাখছেন বোল্টঅতীত ভুলে আবার অলিম্পিকের ট্র্যাক অ্যন্ড ফিল্ডে নামতে মরিয়া উসেইন বোল্ট। লন্ডন অলিম্পিককেই আপাতত পাখির চোখ করেছেন বোল্ট। অলিম্পিক নিয়ে তাঁর ওপর কোনও চাপ নেই বলে দাবি বিশ্বের দ্রুততম এই অ্যাথলিটের। তিনি জানিয়েছেন তাঁর শরীরে কোনও চোট আঘাত নেই আর অলিম্পিকের জন্য তিনি পূরোপুরি তৈরি। শুধু ইয়োহান ব্ল্যাক নয় প্রত্যেক অ্যাথলিটকে তিনি সমান গুরুত্ব দেন বলে জানিয়েছেন এই বিশ্ব চ্যাম্পিয়ন।





First Published: Friday, December 16, 2011, 19:46


comments powered by Disqus