অঞ্জনের হাত ধরে আবার আসছেন ব্যোমকেশ

অঞ্জনের হাত ধরে আবার আসছেন ব্যোমকেশ

অঞ্জনের হাত ধরে আবার আসছেন ব্যোমকেশআবার ব্যোমকেশ। আগের ছবির সাফল্যের পর পরিচালক অঞ্জন দত্ত ফের নিয়ে এলেন ব্যোমকেশের আরেক রোমহর্ষক সত্যানুসন্ধান। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চিত্রচোর অবলম্বনে আসছে নতুন ব্যোমকেশ। সদ্য শেষ হয়েছে শ্যুটিং। ব্যোমকেশের ভূমিকায় আবার আবির চট্টোপাধ্যায়। আবিরের ঝকঝকে বুদ্ধিদীপ্ত চেহারা ব্যোমকেশ হিসেবে যে পারফেক্ট আগের ছবিই তা প্রমান করে দিয়েছে।

শাশ্বত ফের সত্যানুসন্ধানীর `স্যাটালাইট`, অজিতের ভূমিকায়। সত্যবতীর ভূমিকায় ঊষসী চক্রবর্তী। সঙ্গে থাকছেন পীযুষ গঙ্গোপাধ্যায়, স্বস্তিকা, কৌশিক সেন, বিশ্বজিত চক্রবর্তী, চন্দন সেন-এর মতন মারকাটারি `স্টারকাস্ট`। আবার টানটান রহস্যে মোড়া একটি ব্যোমকেশ থ্রিলারের জন্য তৈরি থাকুন। আবার আসছেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী।





First Published: Tuesday, February 28, 2012, 19:44


comments powered by Disqus