মামলার ফেরে বিজয় মালিয়া

মামলার ফেরে বিজয় মালিয়া

মামলার ফেরে বিজয় মালিয়াকিংফিশারের খারাপ সময় অব্যাহত।এবার সরাসরি বিপাকে কিংফিশারের মালিক। কিংফিশার এয়ারলাইন্সের প্রধান বিজয় মালিয়ার বিরুদ্ধে মামলা শুরু করল জাতীয় মানবাধিকার কমিশন। কিংফিশারের স্টোর ম্যানেজার মানস চক্রবর্তীর স্ত্রীয়ের আত্মহত্যার জেরে এই মামলা শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

ওই মামলায় রাইট প্যানেলের কাছে অনুরোধ করা হয়েছে, বিজয় মালিয়ার বিরুদ্ধে একটি মামলা শুরু করতে। মানস চক্রবর্তীর স্ত্রী সুস্মিতা দেবী তাঁর সুইসাইড নোটে দাবি করেন, কিংফিশারে কাজ করেন তাঁর স্বামী। কিন্তু গত ছ`মাস ধরে মাইনে না পাওয়ার জন্য তাঁরা চরম আর্থিক সঙ্কটে ছিলেন। আর্থিক সঙ্কটের জেরেই তিনি আত্মহত্যা করছেন বলে সুইসাইড নোটে উল্লেখ করেন সুস্মিতাদেবী।

First Published: Monday, October 8, 2012, 18:54


comments powered by Disqus