Last Updated: June 11, 2012 23:55

এক-এক গোলে অমীংমাসিত থেকে গেল ইংল্যান্ড বনাম ফ্রান্স ম্যাচে। গ্রুপ ডি`র এই ম্যাচে রুনি ছাড়াই সোমবার ইউরো কাপ অভিযান শুরু করেছিল রয় হজসনের দল। খেলার তিরিশ মিনিটে গোল করে ইংল্যান্ড দলকে এগিয়ে দেন লেস্কট।
তারপরই সমতায় ফিরতে পাল্টা আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। দশ মিনিটের মধ্যেই গোল শোধ দিয়ে ফ্রান্সকে সমতায় ফেরান সামির নাসিরি।
দ্বিতীয়ার্ধে জেতার জন্য অল আউট ঝাঁপায়ে রিবেরিরা। কয়েকটি দুরন্ত মুভ করলেও ইংল্যান্ডের রক্ষণভাগকে ভেদ করতে ব্যর্থ হন করিম বেঞ্জামারা।
First Published: Wednesday, June 13, 2012, 16:31