Last Updated: October 4, 2011 16:37

মাদক সেবনের মামলায় আজ দোষী সাব্যস্ত হলেন অভিনেতা ফরদিন খান। দোসরা নভেম্বর তাঁর শাস্তি ঘোষণা করা হবে। তবে আদালতের মঙ্গলবারের রায়ে কিছুটা হতাশ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। কারণ, এক মাদক বিক্রেতার কাছ থেকে মাত্র ১ গ্রাম কোকেন কেনার অপরাধে আদালত ফরদিনকে দোষী সাব্যস্ত করেছে।যার অর্থ, এর পর তাঁকে ৬ মাসের কারাদণ্ড বা আর্থিক জরিমানা দিতে হতে পারে। অথবা ছাড়া পেয়ে যেতে পারেন চিকিত্সা কেন্দ্রে গিয়েই।২০০১-এর ৫ মে জুহুতে মাদক কেনার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ফরদিনকে।
First Published: Tuesday, October 4, 2011, 16:59