নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা, নিহত ৬

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা, নিহত ৬

Tag:  hoogly accident haripaldied
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা, নিহত ৬দাঁড়িয়ে থাকা লরির পিছনে গাড়ির ধাক্কায় দুটি পরিবারের ছ`জনের মৃত্যু হল। আশ্চর্যজনক ভাবে রক্ষা পয়েছে এক বছরের একটি শিশু । তাকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে হুগলির হরিপালের কানগইয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

হলদিয়ার বাসিন্দা শৈলেন্দ্রনাথ বিষয়ী, তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে তারাপীঠ থেকে ফিরছিলেন। একই গাড়িতে ছিলেন তাঁর আরেক মেয়ে, জামাই ও দুই নাতি-নাতনি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি লরিতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে, সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল ও শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে মারা যান আরও ৩ জন।  

First Published: Saturday, April 21, 2012, 21:48


comments powered by Disqus