Last Updated: January 4, 2013 20:00

কড়েয়াকাণ্ডে কলকাতা পুলিসের কাছে রিপোর্ট তলব করল রাজ্য মানবাধিকার কমিশন। আমিনুল ইসলাম ওরফে গুড্ডুর পরিবারের থেকে অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত তিন পুলিসকর্মীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস।
কড়েয়া থানার সামনে আমিনুল ইসলাম ওরফে গুড্ডুর গায়ে আগুন দেওয়ার ঘটনায় রিপোর্ট তলব করল রাজ্য মানবাধিকার কমিশন। শুক্রবার গুড্ডুর পরিবারের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। সিবিআই তদন্তের দাবি জানান তিনি।
এই ঘটনায় অভিযোগ উঠেছে চারজন পুলিসকর্মীর বিরুদ্ধে। এঁদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত কনস্টেবল হারুন খান। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত সাব ইন্সপেক্টর বিনোদ কুমার, রঞ্জিত যাদব, কনস্টেবল নাসিম খানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের হয়েছে এবং তদন্তের জন্য নিয়মানুসারে তাঁদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার ঘটনার প্রতিবাদে এলাকায় মোমবাতি মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। ছিলেন শিল্পী সমীর আইচ।
First Published: Friday, January 4, 2013, 20:00