Last Updated: January 17, 2012 20:40

রাজ্যে ফের ঋণের দায়ে আত্মঘাতী হলেন এক কৃষক। মঙ্গলবার সকালে হুগলির হরিপালে আত্মহত্যা করলেন ভাগচাষি গণেশ দুর্লভ। তাঁর পরিবারের সদস্যদের দাবি, ঋণের দায়ে আত্মহত্যা করেন ওই কৃষক। চাষের জন্য ঋণ নিয়েছিলেন গণেশবাবু। এই মরশুমে ধান চাষ করেছিলেন। কিন্তু সেই ধান এখনও বিক্রি হয়নি। আলুচাষ করেও ক্ষতির মুখে পড়েছিলেন। অবস্থা সামাল দিতে শীতে সব্জি চাষ করলেও শেষরক্ষা হয়নি। কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন গণেশ দুর্লভ। মঙ্গলবার সকালে চাষের কাজে মাঠে গিয়েছিলেন তিনি। ফিরে আসার পরই অসুস্থ হয়ে পড়েন। হরিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় গণেশ দুর্লভের। প্রাথমিক অনুমান, কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন ওই কৃষক।
First Published: Tuesday, January 17, 2012, 22:33