বিস্ফোরক শিখা মিত্র, দল ছাড়ার স্পষ্ট ইঙ্গিত দিলেন তৃণমূল বিধায়ক

বিস্ফোরক শিখা মিত্র, দল ছাড়ার স্পষ্ট ইঙ্গিত দিলেন তৃণমূল বিধায়ক

বিস্ফোরক শিখা মিত্র, দল ছাড়ার স্পষ্ট ইঙ্গিত দিলেন তৃণমূল বিধায়কদল ছাড়ার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিলেন তৃণমূল বিধায়ক শিখা মিত্র। জানিয়ে দিলেন দলের মধ্যে চাকর হয়ে থাকতে পারবেন না। `তৃণমূলের দুর্দিনে দলে যোগ দিয়েছিলাম, সুদিনে আমরা না থাকলেও চলবে।` মন্তব্য তৃণমূল বিধায়কের।

দল বিরোধী কাজের জন্য তৃণমূল ইতিমধ্যেই শোকজ করেছে শিখা মিত্রকে। শোকজের চিঠি এখনও হাতে না পেলেও তিনি ও তাঁর স্বামী সোমেন মিত্র যে দল ছাড়তে চলেছেন স্পষ্ট হয়ে গেছে শিখা মিত্রের কথায়।

সোমেন মিত্রের সঙ্গে তাঁর অনুগামী সহ আরও বেশ কিছু কর্মী তৃণমূল ছাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে শিখা মিত্রের কথায়।

First Published: Wednesday, September 25, 2013, 21:28


comments powered by Disqus