Last Updated: December 3, 2013 11:51

সাতসকালে স্কুলে যাওয়ার পথে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই ছাত্রের মা। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের কাছে চিড়িয়ামোড়ে।
সকাল সাড়ে সাতটা নাগাদ শ্যামলী দাস, ছেলে সুপ্রতীককে সঙ্গে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। ব্যারাকপুরে রামকৃষ্ণ মিশন স্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র সুপ্রতীক। আজ তার অঙ্ক পরীক্ষা ছিল। আচমকা পিছন থেকে তাঁদের স্কুটিতে ধাক্কা মারে একটি সেনাবাহিনীর ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি উল্টে গুরুতর আহত হন মা-ছেলে দুজনেই।
কাছে সেনাবাহিনীর বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনকে। তবে পথেই মৃত্যু হয় বছর আটেকের সুপ্রতীকের। ইতিমধ্যে স্কুল থেকে অন্যান্য অভিভাবকরা হাসপাতালে পৌছন। গেটের সামনেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে।
First Published: Tuesday, December 3, 2013, 14:11