Last Updated: June 23, 2013 19:05

লোকসঙ্গীত শিল্পী স্বপ্না চক্রবর্তীকে খুনের হুমকি দেওয়ার এবং মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানাতে গেলে, তৃণমূল কর্মীরা পুলিসের সামনেই বর্ষীয়ান শিল্পীকে থাপ্পড় মারে বলে অভিযোগ।
যদিও পুলিস এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি। শিল্পীর বাড়ির পাশে একটি বিতর্কিত জমি নিয়ে অনেকদিন ধরেই মামলা ও বিবাদ চলছে। অভিযোগ, আজ সকালে কয়েকজন তৃণমূল কর্মী স্বপ্না চক্রবর্তীর বাড়িতে ঢুকে তাঁকে খুনের হুমকি দেন। থানায় অভিযোগ জানাতে গেলে, তৃণমূল কর্মীরা সেখানেও পৌঁছে যায়। স্বপ্না চক্রবর্তীর অভিযোগ, তিনি যখন পুলিস অফিসারের সঙ্গে কথা বলছিলেন, তখন এক তৃণমূল কর্মী পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। থানার ভিতর এমন ঘটনা ঘটলেও, পুলিস কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন শিল্পী। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন টিএমসিপির জেলা সভাপতি শেখ হুমায়ুন।
First Published: Sunday, June 23, 2013, 19:05