Last Updated: September 8, 2013 21:49

তাজ মহম্মদ রংরেজ। ভারতের কোটিপতিদের তালিকায় নবতম সংযোজিত নাম। কউন বনেগা ক্রোড়পতি ৭-এর প্রথম কোটিপতি ইনিই। উদয়পুরের বাসিন্দা ইতিহাস শিক্ষক তাজ, এর মধ্যেই কউন বনেগা ক্রোড়পতি থেকে জিতে নিয়েছেন ১ কোটি টাকা।
"এখনও বিশ্বাসই করতে পারছি না যে আমি একজন কোটিপতি। আরও ভাল লাগছে এটা ভেবে যে এই সিজনের আমিই প্রথম কোটিপতি," জিতে এটাই ছিল তাজের প্রতিক্রিয়া। উদয়পুরের ফতেগড় স্কুলে গত ১০ বছর ধরে শিক্ষকতা করেন তাজ। তাঁর সাত বছরের মেয়ে পার্শ্বিক অন্ধ। জেতা টাকা মেয়ের চিকিত্সার জন্যই খরচ করতে চান তিনি। এছাড়াও তাঁর স্বপ্ন একটি বাড়ি কেনা, ৩ জন দুস্থ মেয়েকে পড়াশোনা শেখানো ও ২ জন অনাথ মেয়ের বিয়ে দেওয়া।
শুরু থেকে নবম প্রশ্ন পর্যন্ত একটিও লাইফলাইন ব্যবহার করেননি তাজ। শো-য়ে তাজের সঙ্গে এসেছিলেন তাঁর দিদি। আগামী ১৫ সেপ্টেম্বর সম্প্রচারিত হবে তাজের কোটিপতি হয়ে ওঠার পর্ব।
First Published: Sunday, September 8, 2013, 21:49