Last Updated: Friday, April 27, 2012, 22:59
জর্ডন থেকে আজ সকালে শহরে ফিরল টিম ইস্টবেঙ্গল। এএফসি কাপে টানা পাঁচ ম্যাচে হারতে হয়েছে টোলগেদের। শেষ ম্যাচে আল আরুবার কাছে এক-চার গোলে হারতে হয়েছে তাদের। স্বাভাবিকভাবেই দলের পারফরম্যান্সে হতাশ কোচ মরগ্যান। আই লিগে এখনও দুটো ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। তাই এএফসি কাপের পারফরম্যান্সের প্রভাব যাতে টোলগেদের খেলায় না পড়ে, সেদিকে সতর্ক লাল-হলুদের ব্রিটিশ কোচ।