Last Updated: Wednesday, April 10, 2013, 11:58
ফের সেই এক চিত্র। ক্রিকেটের দুই মহাতারকার ব্যর্থতার পরও জিতল মুম্বই ইন্ডিয়ন্স। অন্যদিকে পরপর তিনটে ম্যাচ হেরে সেওয়াগের অনুপস্থিতিতে দিল্লি ডেয়ারডেভিলস তলিয়ে যাচ্ছে। সচিন ১, পন্টিং ০। এই দুই মহাতারকার আউট হওয়ার পর মুম্বই তুলল আইপিএল সিক্সের সর্বোচ্চ রান।