Last Updated: Wednesday, July 4, 2012, 13:07
মোটের ওপর নেতিবাচক বাজারেও আগামী ৬ মাসে শেয়ারসূচক নিফটির উত্থানের সম্ভাবনার রয়েছে। গত ৬-মাসে শেয়ার সূচক নিফটির ১৫ শতাংশ বৃদ্ধি অনেকটাই আশা জাগিয়েছে। এ ছাড়াও প্রণব মুখার্জির ইস্তফার পর অর্থমন্ত্রকের দায়িত্ব প্রধানমন্ত্রী হাতে যাওয়ায়, নতুন কোনও আর্থিক নীতি গৃহীত হয় কিনা তার দিকেও চোখ রয়েছে সকলের।