Last Updated: Sunday, August 11, 2013, 10:27
আমিনুল ইসলামের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে এবার মৌন মোমবাতি মিছিলে সামিল হলেন তাঁর পরিবার। শনিবার সন্ধ্যায় মিছিল পাম অ্যাভিনিউ থেকে শুরু হয়ে যায় পার্ক সার্কাস সেভেন পয়েন্ট পর্যন্ত। মিছিলে সামিল হন সমাজকর্মী মীরাতুন নাহার, চিত্রশিল্পী সমীর আইচসহ আরও অনেকে।