Last Updated: Friday, June 1, 2012, 16:34
অলিম্পিকের আগে ফের স্বমহিমায় উসেন বোল্ট। বৃহস্পতিবার রোমে ডায়মন্ড লিগ মিটে ৯ দশমিক ৭৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করেন তিনি। একশো মিটার দৌড়ে এটাই এবছরের সেরা সময়। ৯ দশমিক ৯১ সেকেন্ডে দৌড় শেষ করে ডায়মন্ড লিগ মিটে দ্বিতীয় হয়েছেন আসাফা পাওয়েল।