Last Updated: Friday, August 23, 2013, 10:09
মার্কিন মুলুকে ট্র্যাফিক জ্যামের ভোগান্তির দিন সম্ভবত শেষ হচ্ছে। বাজারে আর কিছুদিন পরেই মিলতে চলেছে উড়ুক্কু গাড়ি। রাস্তা দিয়ে চলতে চলতেই মেলে দেবে পাখনা। সারি সারি হাইরাইজের মাঝখান দিয়ে নিশ্চিন্তে উড়িয়ে নিয়ে গিয়ে গন্তব্যে পৌঁছে দেবে সওয়ারিকে। উড়ুক্কু গাড়ির নাম ঠিক হয়েছে টেরাফুগিয়া। ঠিক হয়েছে দামও। দু লক্ষ উনআশি হাজার ডলার। এখন শুধু গ্রাহকদের জন্য বিক্রির দিনক্ষণ ঘোষণার অপেক্ষা।